সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

৪০তম বিসিএসের ফল প্রকাশ, নিয়োগ পাচ্ছেন ১৯৬৩ জন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ মার্চ, ২০২২ ২:৫১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এবার বিসিএসে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়।

ফলাফলে জানানো হয়, কারিগরি বা পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ২৬৫ পদে নিয়োগের সুপারিশ করা যায়নি।

ফলাফল কমিশনের www.bpsc.gov.bd এবং টেলিটেকর bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএ এর মাধ্যমে ফল পাওয়া যাবে। ফল পেতে PSC40Registration Number Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি ম্যাসেজে ফলাফল পাওয়া যাবে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর পিএসসি ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় । ২০১৯ সালের ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। ২০১৯ সালের ২৫ জুলাই পরীক্ষার ফল প্রকাশ হলে এতে পাস করেন ২০ হাজার ২৭৭ জন।

এবার বিসিএসে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া বিসিএসে কাস্টমস ক্যাডারে আরও ৪০টি পদ বাড়বে বলে জানানো হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর