মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন: প্রথম দিনে ভোট পড়েছে ২৮১৭টি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২২ ৮:৫১ : অপরাহ্ণ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনের নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনের নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে।

আজ মঙ্গলবার প্রথম দিনে ২ হাজার ৮১৭ ভোট পড়ে।

দ্বিতীয় দিনে আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর গণনা শুরুর পালা।

নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার অনীক আর হক গণমাধ্যমকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের ভোট গ্রহণ হয়েছে। এবারের নির্বাচনে ভোটার ৮ হাজার ৬২৩ জন, যার মধ্যে প্রথম দিনে ২ হাজার ৮১৭ জন ভোট দিয়েছেন।

সভাপতি, দুজন সহসভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহসম্পাদক এবং সাতটি সদস্যপদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য ওই নির্বাচন হয়ে থাকে। এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী হয়েছেন।

সমিতির গত (২০২১-২২) নির্বাচনে সভাপতি পদসহ আটটি পদে আওয়ামী সমর্থিত সাদা প্যানেল জয় লাভ করে। অন্যদিকে সম্পাদক পদসহ ছয়টি পদে জয় লাভ করে বিএনপি সমর্থিত নীল প্যানেল। তবে টানা ৯ বছর ধরে সম্পাদক পদটি ধরে রেখেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

আরও পড়ুন:

মসজিদের দানবাক্সে মিললো ৩ কোটি ৭৮ লাখ টাকার বেশি

বিশ্বজয় করেছে বাংলাদেশি ১৩ বছরের শিশু সালেহ

নির্বাচনে প্রার্থী যারা

সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন এবং সম্পাদক পদে মো. আবদুন নুর (দুলাল)।

কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন মো. ইকবাল করিম, সহ-সম্পাদক পদে এ বি এম হামিদুল মিসবাহ ও মো. হারুন অর রশিদ।

এ প্যানেলের সাত সদস্য পদে প্রার্থী হলেন-ফাতেমা বেগম, হাসান তারিক, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুণ্ডু।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. বদরুদ্দোজা (বাদল)। সহ সভাপতি পদে মনির হোসেন ও মো. আসরারুল হক, সম্পাদক পদে মো.রুহুল কুদ্দুস (কাজল) প্রার্থী হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ কামাল হোসেন, সহ সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

এ প্যানেলের সাতটি সদস্য পদে ফাতিমা আক্তার, কামরুল ইসলাম, মাহদীন চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম, মো. গোলাম আক্তার জাকির, মো. মঞ্জুরুল আলম (সুজন) এবং মো. মোস্তফা কামাল বাচ্চু ।

এর বাইরে সভাপতি পদে এবারও মো. ইউনুস আলী আকন্দ প্রার্থী হয়েছেন। সভাপতি পদে নতুন প্রার্থী হিসেবে নাম লিখিয়েছেন তানিয়া আমীর, তিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এম আমীর উল ইসলামের মেয়ে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর