মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ | ৩ বৈশাখ, ১৪৩১ | ৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

বাইডেনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিলেন পুতিন, আরও যারা আছেন তালিকায়


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২২ ১০:২৯ : অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
Rajnitisangbad Facebook Page

ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির তেল-গ্যাস, ব্যাংক ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

আর এ নিষেধাজ্ঞার জবাবে এবার পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ১৩ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

এই তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি,বাইডেনের ছেলে হান্টারসহ আরও অনেকের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

এই তালিকায় যারা রয়েছেন তাদেরকে স্টপ লিস্টে সংযোজন করেছে রাশিয়া। এর মাধ্যমে তাদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

এ সপ্তাহের শুরুতে রাশিয়ার সরকারি দপ্তর জানিয়েছিল তারা পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার জবাবে পাল্টা নিষেধাজ্ঞা দেবে।

মঙ্গলবার নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে বিবৃতি দেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে তারা জানায়, যুক্তরাষ্ট্রের অব্যহত নিষেধাজ্ঞার জবাবে প্রেসিডেন্ট বাইডেনসহ অন্যদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যা ১৫ মার্চ থেকে কার্যকর হয়েছে।

রাশিয়ার এ নিষেধাজ্ঞার জবাবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর