শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

কমেছে স্বর্ণের দাম, দেখে নিন বর্তমান দাম


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২২ ১১:৪৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারে ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ফ‌লে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ক‌মে দাঁড়াচ্ছে ৭৮ হাজার ১৫৯ টাকা।

বুধবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে।

আজ মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১০৫০ টাকা ক‌মি‌য়ে ৭৪ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: রডের দামে আগুন, ভেঙেছে অতীতের সব রেকর্ড

১৮ ক্যারেটের ৯৩২ টাকা ক‌মে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭০০ টাকা ক‌মি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ৩৬৩ টাকা।

এর আগে গত ৮ মার্চ স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই দামেই আজকে পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণ ছিল ৭৯ হাজার ৩১৫ টাকা।

২১ ক্যারেটের ৭৫ হাজার ৭০০ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ৫৪ হাজার ৬৩ টাকা।

রুপার দাম থাকছে অপরিবর্তিত

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

আরও পড়ুন:

মসজিদের দানবাক্সে মিললো ৩ কোটি ৭৮ লাখ টাকার বেশি

বিশ্বজয় করেছে বাংলাদেশি ১৩ বছরের শিশু সালেহ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর