বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

ইউক্রেনে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার বিমান হামলা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ মার্চ, ২০২২ ১২:০৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ইউক্রেনের একাধিক শহরে রুশ বাহিনী বোমাবর্ষণ আরও তীব্র করেছে। লাভিভ শহরে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রেও বিমান হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ইউক্রেন জানিয়েছে, ইন্টারন্যাশনাল পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি সেন্টারে আকাশ থেকে বোমা ফেলা হয়েছে। ছোড়া হয়েছে আটটি ক্ষেপণাস্ত্র।

এই সেন্টারটি ইয়াভোরিভ জেলায় অবস্থিত। ঘটনাস্থল থেকে ঘন কালো ধোয়ার কুন্ডলি উঠে যেতে দেখা গেছে অনেক উপরে।

রাশিয়ার মূল লক্ষ্য এখন রাজধানী কিয়েভ দখল করা করা। সেই লক্ষ্যে তারা যুদ্ধকে আরও বিস্তৃত করে ধাপে ধাপে এগোচ্ছে।

ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে স্থানীয় সময় শনিবার বিমান হামলার সতর্ক সংকেত বাজতে শোনা গেছে বলে বিবিসি জানিয়েছে।

খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিউপোলের মতো শহরগুলো ঘিরে রেখেছে রুশ বাহিনী। তারা শহরগুলোতে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। কিয়েভে রাশিয়ার সর্বাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে।

কিয়েভ অঞ্চলের ভাসিলকিভ শহরের কাছে রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়ে গেছে।

এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনীর গোলাবারুদ মজুত করে রাখার একটি স্থাপনায় (ডিপো) রুশ হামলা হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘মারিউপোল, খারকিভ, চেরনিহিভসহ একাধিক শহরের বোমাবর্ষণ করেছে রাশিয়া।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর