রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ মার্চ, ২০২২ ৭:৪৫ : পূর্বাহ্ণ
করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ের দুই সপ্তাহ পরে শুরু হয়েছিল এ বছরের অমর একুশে বইমেলা।
শুরুতে এই মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা থাকলে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
তবে সংক্রমণ কমলেও করোনাভাইরাসের ঝুঁকি আরও কমাতে বইমেলার ওয়েবসাইট চালু করেছে বাংলা একাডেমি।
এই ওয়েবসাইটের www.amarekusheyboimela.gov.bd মাধ্যমে আগ্রহীরা মেলায় ভার্চুয়াল ট্যুর দিতে পারবেন ও মেলা সংক্রান্ত সব তথ্য জানতে পারবেন।
ওয়েবসাইটে বইমেলা নিয়ে বিস্তারিত তথ্যের পাশাপাশি মেলার স্টল, বিভিন্ন অনুষ্ঠানের বিষয়েও উল্লেখ থাকবে।
আয়োজকরা বলছেন, এই ওয়েবসাইট বইমেলা নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে ।
ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীরা একটি স্টলে যাওয়ার জন্য সময় নির্ধারণ করতে পারবেন, মেলায় কখন তাদের প্রিয় লেখক উপস্থিত থাকবেন সে তথ্য জানতে পারবেন।
এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি কোনো স্টলের সঙ্গে চ্যাটও করা যাবে।
এ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বইও কেনা যাবে। শুরুতে কেবল ক্যাশ অন ডেলিভারি দিয়ে এ সুবিধা চালু হলেও শিগগিরই অনলাইনে পেমেন্ট সিস্টেম চালু হবে।