বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

ইউক্রেনের রাজধানীর পথে ৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ মার্চ, ২০২২ ৮:৩১ : পূর্বাহ্ণ
ছবি: সিএনএন
Rajnitisangbad Facebook Page

ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে প্রায় ৪০ মাইল দীর্ঘ রাশিয়ান সেনাবহর এগিয়ে যাচ্ছে।

মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার টেকনোলজিস নামের একটি মার্কিন কোম্পানি জানায়, আগে মনে হয়েছিল, বহরটি ১৭ মাইল লম্বা।

কিন্তু সর্বশেষ স্যাটেলাইট ছবি দেখে বোঝা যাচ্ছে, বহরটি প্রায় ৪০ মাইল দীর্ঘ। খবর বিবিসির।

ম্যাক্সার সোমবার সিএনএনকে জানিয়েছিল, বহরে সাজোয়া যান, ট্যাঙ্ক, টাওড গোলন্দাজ ও অন্যান্য লজিস্টিক যান রয়েছে।

মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সারের তথ্য বলছে, ইউক্রেনের স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ১১মিনিটে বহরটি আন্তোনোভ বিমানঘাঁটির কাছাকাছি টি-১০১০ হাইওয়েতে অবস্থান করছিল।

রাজধানী কিয়েভ থেকে আন্তোনোভের দূরত্ব কম করে হলেও ১৭ মাইল।

বৃহস্পতিবার সেখানে তীব্র লড়াই হয়। ওই বিমানঘাঁটিতেই বিশ্বের সবচেয়ে বড় কার্গো উড়োজাহাজটি ছিল, যা রাশিয়ান হামলায় ধ্বংস হয়ে যায়।

এদিকে রোববার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশের পরমাণুর অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ দিয়েছেন।

পশ্চিমা সামরিক জোট ন্যাটো পুতিনের এই বক্তব্যকে ‘ভয়াবহ’ হিসেবে মন্তব্য করেছে।

ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো পুতিনকে থামাতে রাশিয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপসহ রুশ বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

চলমান সংকট নিরসনে সোমবার বেলারুশে আলোচনায় বসে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধই দল। তবে কোনো সমাধান ছাড়াই তা শেষ হয়।

আরও পড়ুন:

কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন বৈঠক

২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন

পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন বেলারুশের প্রেসিডেন্ট

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর