মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

বইমেলার সময় বাড়লো, চলবে ১৭ মার্চ পর্যন্ত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৩৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত অমর একুশে বইমেলার সময়সীমা আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আজ রোববার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আজ অনুমোদন করেছেন, বইমেলা ১৭ মার্চ পর্যন্ত চলবে। কোভিডের কারণে আমরা আতঙ্কে ছিলাম যে বইমেলা করতে পারব কি না। একটি সিদ্ধান্ত হয়েছিল যে, বইমেলা স্থগিত করব কি না। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয়। পরে প্রকাশকরা প্রধানমন্ত্রীর কাছে এটির সময় বাড়ানোর জন্য আবেদন করেন। আমরা সেসময় বলেছিলাম সংক্রমণ কমে আসলে মেয়াদ বাড়ানো হবে।’

এদিকে যতো দিন গড়াচ্ছে ততোই যেনো জমে উঠছে বইমেলা প্রাঙ্গণ।

গতকাল শনিবার ছুটির দিন থাকায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিলো অনেক।

এতে বেশ খুশি প্রকাশক ও বিক্রেতারা। তারা আশা করছেন, করোনা মহামারিতে বই ব্যবসায় যে ক্ষতি হয়েছিলো সেটি খুব শিগগিরই পূরণ হয়ে যাবে।

গতকাল বই প্রকাশিত হয়েছে ১১৯টি। এ পর্যন্ত মোট বই প্রকাশিত হয়েছে ১ হাজার ৩শ ৬১টি। এছাড়া গতকাল মোড়ক উন্মোচন হয় ৩০টি বইয়ের।

উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিক থেকে রোগী বাড়তে শুরু করে। ফলে ফেব্রুয়ারির অর্ধেক পর্যন্ত বইমেলা পিছিয়ে দেয় সরকার।

এরপর মেলা শুরু হয় ১৫ তারিখ থেকে। সেসময় বলা হয়েছিল, করোনা পরিস্থিতির উন্নতি না হলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।

তবে গত এক সপ্তাহর বেশি সময় ধরে করোনার সংক্রমণ কমছে। শনাক্তের নেমে এসেছে পাঁচ শতাংশের নিচে।

করোনা পরিস্থিতির এ উন্নতির মধ্যে বইমেলার সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নিলো সংস্কৃতি মন্ত্রণালয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর