মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ শ্রমিকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ঢাকার সাভারের আশুলিয়ায় জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন শ্রমিক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে রূপায়ণ মার্টের তিনতলা ভবনের নিচতলায় ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে টঙ্গাবাড়ি এলাকার জুতার কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহা শিখা দাউদাউ করে জ্বলে উঠে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে সাভার, টঙ্গী ও ফায়ার সদরের আরও ৪টি ইউনিট যোগ দিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, কারখানার ভেতর থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে আরও মৃতদেহ আছে কিনা সে বিষয়ে এখনও তল্লাশি চালানো হচ্ছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর