বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ | ৫ বৈশাখ, ১৪৩১ | ৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

রাষ্ট্র ও সরকারের অভ্যন্তরে হচ্ছেটা কী, প্রশ্ন রিজভীর


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৭ ফেব্রুয়ারি, ২০২২ ৪:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

‘বাংলাদেশকে অদ্ভুত এক রহস্যময় আঁধার ঘিরে ধরেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘রাষ্ট্র ও সরকারে কোথায় কী হচ্ছে সব কিছুতেই অস্পষ্টতা-রহস্যময়তা। জনমনে প্রশ্ন-তাহলে ৭ ফেব্রুয়ারি সুনিশ্চিত ভঙ্গিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে কাথা-বালিশ ফ্যাক্টরি পরিদর্শনের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা কি ভুল ছিল? এটা কি এখন প্রত্যাহার করা হয়েছে? আইজিপির নাম কি ভুলে দেয়া হয়েছে? নাকি তাকে বিদেশে পাঠিয়ে দেয়ার প্রচেষ্টা ছিল? বড় প্রশ্নটি হচ্ছে রাষ্ট্র-সরকারের অভ্যন্তরে হচ্ছেটা কী? সরকারের নাটাই কার হাতে?’

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দলের পক্ষে লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘সরকার আবারও গুম-খুনের মতো ভয়াবহ অপরাধ শুরু করেছে। সাম্প্রতিক সময়ে র‌্যাবের সাবেক এবং বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর চাপে পিছু হটায় গুম-খুনের আতংকে থাকা পরিবারগুলোতে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছিল। কিন্তু ইদানিং আবারও গুমের মতো ভয়াবহ অপরাধ শুরু করেছে সরকার।’

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘তাদের সাজানো গল্প একই থাকে। প্রথমে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া। অতঃপর কখনো অনন্তকালের জন্য নিখোঁজ, কখনো অস্ত্র উদ্ধারের নামে ক্রসফায়ারে হত্যা। আবার কখনো রাস্তার ধারে অথবা ডোবা নালা বা নদীতে লাশ পাওয়ার মতো রোমহর্ষক ঘটনা।’

আরও পড়ুন: নির্বাচনে কমিশনে ফেরেশতা বসালেও বিএনপি মানবে না: তথ্যমন্ত্রী

সরকারকে হুঁশিয়ার করে রিজভী বলেন, ‘গুম-অপহরণ-দুঃশাসন চালিয়ে যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তার পরিণতি হবে ভয়ংকর। সেদিন বেশি দূরে নয়, যে দিন গুম-খুন অপহরণের শিকার পরিবারগুলোর শোকার্তরা কাফনের কাপড় পরে স্বজনদের খোঁজে গণভবনের দিকে রওনা দিবে। দেশের প্রতিটি শোকার্ত মানুষের ধারণা প্রতিটি গুমের হুকুমের প্রধান আসামী বসে আছেন গণভবনে। গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাসহ গণতন্ত্র হত্যার বিচার এদেশেই হবে।’

সিরাজগঞ্জ সদর থানার যুবদল নেতা আকবর আলীকে হত্যা প্রসঙ্গ টেনে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অল্প কিছুদিন আগে সিরাজগঞ্জ সদর থানার যুবদল নেতা আকবর আলীকে আওয়ামী ক্যাডাররা নির্মমভাবে হত্যা করে। যেহেতু আসামিরা ক্ষমতাসীন দলের লোক তাই তাদের গ্রেপ্তার করা হয়নি। ইতোমধ্যে তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে। হত্যার আসামিরা জামিন পেয়ে এলাকায় গিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে এবং নিহত আকবর আলীর আত্মীয়-স্বজনদের দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। অথচ সেখানে পুলিশ উপস্থিত থাকলেও নির্বিকার থেকেছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর