সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

ইসির জন্য প্রস্তাবিত নামের তালিকায় মোবাইল রিচার্জ ব্যবসায়ী!


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ ফেব্রুয়ারি, ২০২২ ৮:২১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে জমা পড়েছে ৩২২ জনের নাম।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে প্রস্তাবিত সেই নামের তালিকায় যেমন আছে দেশ বরেণ্য ব্যক্তিত্ব, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও প্রধান বিচারপতির নাম, তেমনি আছে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী, অখ্যাত সাংবাদিক-আমলা কিংবা অযাচিত অনেকের নাম।

এসব দেখে বিব্রত অনেকেই।

এর মধ্যে ৪০ বছর বয়সী মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী আমিনুল ইসলাম বুলু বিকল্প ধারার রাজনীতির সঙ্গে যুক্ত।

দেশ বরেণ্য ব্যক্তিদের পাশে নিজের নাম দেখে উচ্ছ্বসিত তিনি।

শর্তপূরণ না হলেও এখন সিইসি বা ইসি হওয়ার স্বপ্ন দেখছেন।

আমিনুল ইসলাম বুলু বলেন, ‘আমি যোগ্য না হলে আমার নাম কিভাবে প্রস্তাব করা হলো। তাই আমি ইসি হওয়ার যোগ্য।’

এদিকে চট্টগ্রাম থেকে প্রকাশিত পত্রিকা পূর্বতারার একাধারে সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক। তিনিও আছেন ইসি হওয়ার দৌড়ে।

সাইফুল ইসলাম বলেন, ‘ইসি গঠনে প্রস্তাবিত নামের তালিকায় আমার নাম দেখে বিস্মিত। তবে সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’

তালিকায় এমন আরও আছেন কয়েকজন প্রবাসী, আইনজীবী, ফ্যাশন ডিজাইনার ও বিভিন্ন পেশাজীবী।

আরও পড়ুন: নির্বাচন কমিশন গঠন: প্রস্তাবিত ৩২২ জনের নাম প্রকাশ

এদিকে সার্চ কমিটির এই তালিকায় নিজের নাম দেখে বিব্রত হয়েছেন অনেকেই।

ড. শাহদীন মালিক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ কয়েকজন মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়ে জানিয়েছেন তাদের নাম না রাখার।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমি এ ব্যাপারে আগ্রহী না। তাই আমার নাম যেন বিবেচনায় আনা না হয়।’

বিশ্লেষকরা বলছেন, নতুন আইনে ইসি হওয়ার সঠিক যোগ্যতা ও দক্ষতার কথা বলা হয়নি। সেই সঙ্গে ছিল না প্রস্তাবিত ব্যক্তিদের সম্মতি কিংবা স্বাক্ষরের বিষয়টি। যে কারণে অনেক অযাচিত নাম এসেছে তালিকায়।

রাজনৈতিক বিশ্লেষক আলী রীয়াজ বলেন, বিগত রকিব ও নুরুল হুদা কমিশন নির্বাচন কমিশনের যে ইমেজ তৈরি করে গেছেন সে কারণেই অনেকেরই আগামী কমিশনে আসতে অনীহা। সেই সঙ্গে আছে স্বাধীনভাবে দায়িত্ব পালনের শঙ্কা।

এদিকে নির্বাচন কমিশনারের দায়িত্ব পেতে যারা তদবীর চালাচ্ছেন তাদেরকে নিয়োগ না দেয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেকদের।

আরও পড়ুন: জাফরুল্লাহর মাধ্যমে ইসির জন্য নাম প্রস্তাব করেছে বিএনপি: হানিফ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর