বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

নির্বাচন কমিশন গঠন: প্রস্তাবিত ৩২২ জনের নাম প্রকাশ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ ফেব্রুয়ারি, ২০২২ ৮:০৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির কাছে প্রস্তাব করা ৩২২ জনের নাম নাম প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

৩২২ জনের এই তালিকায় সাবেক সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিচারপতি, শিক্ষক, সাহিত্যিক, সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১৩৬ জন, ই-মেইলের মাধ্যমে ৯৯ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন ও ব্যক্তিগতভাবে ৩৪ জনের নামের প্রস্তাব পাওয়া গেছে।

সম্প্রতি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন করে সরকার। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা নির্দেশ দেন রাষ্ট্রপতি।

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন-সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।

সার্চ কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণভাবে নাম প্রস্তাবের আহ্বান জানানো হয়।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে নাম প্রস্তাবের আমন্ত্রণ জানায় সার্চ কমিটি।

অন্যদিকে তিন ধাপে দেশের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত হয়।

সার্চ কমিটির সঙ্গে তিন দফার বৈঠকে অংশ নেন- শিক্ষাবিদ, সাবেক সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট নাগরিকরা।

আইন অনুযায়ী সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। এ হিসাবে সার্চ কমিটির হাতে সময় আছে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

কমিটি সিইসি পদের জন্য দুটি ও ইসি পদে ৮ জনের নাম প্রস্তাব করবে।

এর মধ্য থেকে একজন সিইসি ও সর্বোচ্চ চারজন ইসি সদস্য বেছে নেবেন রাষ্ট্রপতি।

প্রস্তাবিত নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন:

একাদশ সংসদ নির্বাচনে ২১৩ কেন্দ্রে শতভাগ ভোট অস্বাভাবিক: নূরুল হুদা

ইউপি নির্বাচনে গণতন্ত্রের লাশ পড়েছে: মাহবুব তালুকদার

ছেলে-নাতনির সঙ্গে আলিম পাশ করলেন ৫০ বছর বয়সী সিরাজুল ইসলাম

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন নুরা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর