শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

জাফরুল্লাহর মাধ্যমে ইসির জন্য নাম প্রস্তাব করেছে বিএনপি: হানিফ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৬ ফেব্রুয়ারি, ২০২২ ৫:১৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি নিজেরা সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করলেও অন্যের মাধ্যমে নাম ঠিকই দিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মাধ্যমে বিএনপি সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে বলে দাবি এই আওয়ামী লীগ নেতার।

আজ বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

হানিফ বলেন, ‘বিএনপি বলেছে, তারা সার্চ কমিটিতে নাম দেবে না। ডা. জাফরুল্লাহ চৌধুরী সাহেব কার? আমরা তো জানতাম উনি খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি যদি নাম দেন, সেই নামটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় না? ডা. জাফরুল্লাহ যে নাম দিয়েছেন-সেটা কি বিএনপির নাম নয়? আমরা তো সেটা বলতে পারি।’

জাফরুল্লাহ চৌধুরীর নাম প্রস্তাবকে বিএনপির ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে।’

বিএনপি নাম না দেওয়ায় নতুন নির্বাচন কমিশন কি প্রশ্নবিদ্ধ হবে—এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘কেন প্রশ্নবিদ্ধ হবে? কোন একটি দল নাম দিলে কী দিলো না, এই জন্য কি নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে? বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল তারা কার সঙ্গে আলাপ করে কমিশন গঠন করেছিল? কারো সঙ্গে আলাপ করেই করেনি। বেগম খালেদা জিয়া নাম পাঠিয়ে দিয়েছিল, রাষ্ট্রপতি সেখান থেকে কমিশন গঠন করেছিলেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘নাম বাছাই করা সার্চ কমিটির এখতিয়ার। তারা প্রস্তাবিত নাম থেকে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে। সেই নাম আমাদের থেকে দেওয়া হোক বা না হোক, মনে করি একটি ভালো নির্বাচন কমিশন গঠনই কাম্য। সেটাই আমরা প্রত্যাশা করি।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর