শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা: দুই অস্ত্রধারী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ ফেব্রুয়ারি, ২০২২ ৫:২৩ : অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন অস্ত্রবাজির ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন-মোহাম্মদ নিশান ও জয়নাল আবেদীন প্রকাশ লেদাইয়া।

তারা নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেনের অনুসারী।

গতকাল রোববার রাতে সাতকানিয়া ও নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের দুজনকেই সাতকানিয়ায় সপ্তম ধাপের খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ নিয়ে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, অস্ত্রধারী দু্ইজনের ব্যবহৃত দেশিয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। পরে খাগরিয়া দারোগার বাড়িতে তল্লাশি চালিয়ে ধানের গোলার নিচে লুকানো ১টি একনলা বন্দুক, ১টি এলজি ও ২টি নীল রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় শিশুসহ নিহত ২

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে খাগরিয়ার দুই কেন্দ্রে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আকতার হোসেন ও সাবেক চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

দুই ঘণ্টাব্যাপী চলা এই গোলাগুলির ঘটনা শুরুর সময় সকাল সাড়ে নয়টা থেকে আকতার ইউপি কেন্দ্রে ছিলেন।

তিনি তার সমর্থকদের তখন নির্দেশনা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জসিম উদ্দিনও তখন কেন্দ্রে ছিলেন।

এদিকে চিহ্নিত অস্ত্রবাজদের ছবি গণমাধ্যমে প্রকাশের পর দেশব্যাপী সমালোচনা শুরু হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর