বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

একদিনে করোনায় ১৯ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৯২


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৪ ফেব্রুয়ারি, ২০২২ ৫:০২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১৯ জনের মৃত্যু হয়েছে।

এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯২ জন।

এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে।

আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার দেশে করোনায় ২৮ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৪ হাজার ৮৩৮ জনের।

আরও পড়ুন:

ছেলে-নাতনির সঙ্গে আলিম পাশ করলেন ৫০ বছর বয়সী সিরাজুল ইসলাম

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন নুরা

মোবাইলে কথা বলতে বলতে স্কুলছাত্রীকে পরপর ৪ ডোজ টিকা

রেকর্ড ৭৮ বার করোনা পজিটিভ হলেন মুজাফফর!

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও৭ জন নারী।

এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১০ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩, খুলনায় ১, বরিশালে ১, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৩৭ জন।

এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর