মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

মোবাইলে কথা বলতে বলতে স্কুলছাত্রীকে পরপর ৪ ডোজ টিকা


প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০২২ ৯:০৫ : অপরাহ্ণ
স্কুলশিক্ষার্থী আদিবা বিনতে আজিজ
Rajnitisangbad Facebook Page

নেত্রকোনা জেলার মদনে এক স্কুলছাত্রীকে নার্স মোবাইল ফোনে কথা বলতে বলতে পরপর ৪ ডোজ টিকা পুশ করার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার বেলা ১১ টার দিকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত নার্সকে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে বলে দাবি ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনদের।

ভুক্তভোগী শিক্ষার্থী আদিবা বিনতে আজিজ (১৪) মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

আদিবা পৌরসভার মাহমুদপুর গ্রামের আজিজুল হকের মেয়ে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে মদন হাসপাতালে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

বেলা সাড়ে দশটার দিকে শিক্ষার্থী আদিবা টিকা নিতে মদন হাসপাতালে প্রবেশ করেন।

টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা এক নার্স মোবাইল ফোনে কথা বলতে বলতে শিক্ষার্থী আদিবাকে পরপর ৪ ডোজ টিকা পুশ করে দেন।

পরে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন: রেকর্ড ৭৮ বার করোনা পজিটিভ হলেন মুজাফফর!

খবর পেয়ে শিক্ষার্থীর মা ও স্বজনরা হাসপাতালে আসার আগেই অভিযুক্ত নার্সকে সরিয়ে নেয় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

স্বজনদের অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ওই নার্সকে কৌশলে সরিয়ে নিয়েছে।

শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা বলেন, ‘আমার মেয়েকে পরপর ৪ ডোজ টিকা দেয়া হয়েছে। এতে আমার মেয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতালের চিকাৎসক রিফাত সাঈদকে জানাতে গেলে, তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। বর্তমানে আমি আমার মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছি।’

দায়িত্বে থাকা ডাক্তার রিফাত সাঈদ বলেন, কোন নার্স শিক্ষার্থীকে ৪ ডোজ টিকা দিয়েছে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ নিয়ে শিক্ষার্থীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। কোনো রকম দুর্ব্যবহার করা হয়নি বলে দাবি তার।

এ ব্যাপারে মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবীর জানান, ‘বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থী ও তার স্বজনদের সঙ্গে আমি কথা বলেছি। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। মনোযোগী হয়ে টিকা দিতে সব নার্সদের সর্তক করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

আরও পড়ুন:

ইচ্ছে মতো প্যারাসিটামল কিনছেন আর খাচ্ছেন, বিপদ ডেকে আনছেন না তো?

যেসব উপসর্গে বুঝবেন আপনি ওমিক্রনে আক্রান্ত

‘আমাকে বিয়ে করবেন ম্যাম?’ অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর