মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

আবারও বাড়লো সয়াবিন তেলের দাম


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ ফেব্রুয়ারি, ২০২২ ৭:৪৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে সয়াবিন তেলের দাম তিন মাস পর আবারও বাড়ানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে।

এছাড়া পাঁচ লিটারের বোতলজাত তেলে ৩৫ টাকা এবং পাম তেলে ১৫ টাকা বাড়ানো হয়েছে।

আগামীকাল সোমবার থেকে খোলা ও বোতলজাত- উভয় ধরনের সয়াবিনের বাড়তি দাম কার্যকর হবে।

আজ রোববার বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা বেড়ে ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়ে ১৪৩ টাকা, বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৩৫ টাকা বেড়ে ৭৯৫ ও পাম তেলের দাম ১৫ টাকা বেড়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: দাম বেড়ে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার এখন ১২৪০ টাকা

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বিবেচনা করে দেশে সয়াবিন তেলের দামে কিছুটা সমন্বয় করা হয়েছে।

এর আগে জানুয়ারিতে সয়াবিন তেলের দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন।

সংগঠনটি লিটারে আট টাকা পর্যন্ত বাড়ানোর এই আবেদন জানায়। এরপর বাণিজ্য মন্ত্রণালয় আবেদনটি যাচাই করে রোববার তাতে সায় দেয়।

সর্বশেষ ২০২১ সালের ১৯ অক্টোবর সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত ছিল।

বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৭৬০ ও পাম তেলের দাম ছিল প্রতি লিটার ১১৮ টাকা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর