বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

শেষ মুহূর্তের গোলে কোপা দেলরে থেকে রিয়ালের বিদায়


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২৯ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়েছে অ্যাথলেটিক বিলবাও।

দলটি জয় পেয়েছে ১-০ ব্যবধানে।

দীর্ঘ ৮ বছর ধরে কোপা দেলরের শিরোপা নিজেদের ঘরে নিতে পারছিল না রিয়াল মাদ্রিদ।

এবারের আসরে দুর্দান্ত সব পারফরম্যান্সের কারণে সমর্থকরা আশা বেঁধেছিল সেই শিরোপা খরা কাটানোর।

কিন্তু শেষ মুহূর্তে অ্যালেক্স বেরেঙ্গুয়ের গোলে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে হেরে ভাঙে সেই স্বপ্ন। শিরোপা খরা দীর্ঘায়িত হলো আরও এক বছর।

এর আগে বিলবাও শেষ ষোলতেই বার্সেলোনার বিদায়ঘণ্টা বাজিয়েছিল।

চলতি মৌসুমে এর আগে বিলবাওয়ের বিপক্ষে তিন ম্যাচে খেলেছে রিয়াল মাদ্রিদ। জিতেছে তিনটিতেই।

তিনটি ম্যাচেই রিয়াল মাদ্রিদের নায়ক ছিলেন ফরাসি স্ট্রাইকার কারিম বেনজেমা।

এই ম্যাচে সেই বেনজেমাই ছিলেন অনুপস্থিত। আর তাতেই যেন সর্বনাশ হলো গ্যালাক্টিকোদের।

রিয়ালের পরাজয়ের আরও একটা কারণ ধরা হয়েছে, ব্রাজিলের হয়ে ম্যাচ খেলে বিশ্রামও নিতে পারেননি ভিনিসিয়াস, রদ্রিগো গোয়েস, ক্যাসেমিরোরা।

ফেরার দুই দিনেরও কম সময়ে নেমে পড়তে হয়েছে মাঠে। ফলে তাদের পারফর্ম্যান্সে ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট।

খেলা শুরুর ১৫ মিনিটে রিয়াল মাদ্রিদ নিজেদের কিছুটা সামলে নেয় এর পর মাঝমাঠের দখলটা নেন লুকা মদ্রিচরা।

যদিও আক্রমণে উঠতে দারুণ সংগ্রামই করতে হয়েছে দলটিকে।

প্রথম ৪৫ মিনিটে একটা মাত্র অন টার্গেট শটসহ মোট তিনটি শট সাক্ষ্য দেয় তারই।

বিরতির পরও ছিল একই দৃশ্য। রিয়ালকে মাঝমাঠের দখল ছেড়ে দিয়ে প্রতি আক্রমণের কৌশল বেছে নিয়েছিল বিলবাও।

রক্ষণের দৃঢ়তায় বারবার রক্ষা পাচ্ছিল কোচ কার্লো অ্যানচেলত্তির দল।

খেলার ৮১তম মিনিটে প্রতি-আক্রমণে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েছিলেন কাসেমিরো।

কিন্তু গোলরক্ষক বরাবর নিচু দুর্বল শট নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

তবে ৮৯তম মিনিটে মিকেল ভেসগার পাস পেয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে এড়িয়ে দারুণ এক শটে গোল করেন অ্যালেক্স বেরেঙ্গুয়ের। তাতেই বিদায়ঘণ্টা বেজে যায় রিয়ালের।

২০১৪ সালে সবশেষ কোপা দেলরের শিরোপা ঘরে তোলে রিয়াল। এরপর থেকেই বরাবরই খালি হাতে ফিরতে হয়েছে দলটিকে।

অন্যদিকে এই হারের ফলে মৌসুমে ট্রেবল জয়ের আশাও ভেস্তে গেল দলটির।

এখন লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগেই মনোযোগ দিতে হবে কোচ অ্যানচেলত্তি ও তার দলকে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর