বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

মাঘের শীতে বৃষ্টি, তাপমাত্রা আরও কমার আশঙ্কা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০২২ ৩:৫১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

মাঘের শেষে এসে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। যার ফলে বেড়েছে শীতের মাত্রা ।

কনকনে হিমেল হাওয়ার সঙ্গে বৃষ্টিতে জুবুথুবু উত্তরাঞ্চল।

সীমাহীন দুর্ভোগে পড়েছেন দরিদ্র, ছিন্নমূল ও শ্রমজীবীরা।

রাজধানী ঢাকার আকাশও ছেয়ে আছে মেঘে। পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

এ বৃষ্টি শীতের মাত্রা একটু বাড়িয়ে দিয়েছে।

এর আগে কয়েকদিন শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও বৃষ্টির কারণে তা বেড়েছে।

ঢাকায় আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এর কিছুক্ষণের মধ্যেই নামে বৃষ্টি।

গত রাতেও রাজধানীর কিছু এলাকায় এক পশলা বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বাতাস বয়ে যাওয়ায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে রাজধানীতে।

বৃষ্টির সঙ্গে ছুটির দিন হওয়ায় রাস্তায় অন্যান্য দিনের তুলনায় যান চলাচল কম।

রাজধানী ছাড়াও নাটোর, লালমনিরহাট, দিনাজপুর ও কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

ঠাণ্ডার সাথে বৃষ্টি আরও দুর্ভোগ বাড়িয়েছে জনজীবনে। অনেকেই কাজে যোগ দিতে পারেননি। যারাও বা বেরিয়েছিলেন তাদের বিড়ম্বনা আরও বেশি।

সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অসময়ের বৃষ্টিতে আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত থেমে গেলে দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে, রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলিটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়া উপজেলায়, ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা মংলা উপজেলায় ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণাঞ্চলের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর