সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাতে, জানানো হবে এসএমএসে


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৯ জানুয়ারি, ২০২২ ১২:৫৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

কলেজে একাদশ শ্রেণিতে ও মাদ্রাসায় আলিমে ভর্তির আবেদনের ফল আজ শনিবার প্রকাশ করা হবে।

রাত ৮টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেগুলোতে এ ফল প্রকাশ করা হবে।

এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন আজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয় গত ৮ জানুয়ারি। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি।

আরও পড়ুন: অনলাইনে ১৩ বছরের শিশু সানবীরের মাসিক আয় লাখ টাকা!

প্রতিটি শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি আর সর্বোচ্চ ১৩টি পর্যন্ত কলেজ পছন্দের সুযোগ পেয়েছে।

ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা।

জানা গেছে, কলেজ ও মাদ্রাসায় আসন আছে ২৪ লাখ ৪০ হাজার ২৪৯টি। আর পলিটেকনিকে আছে ১ লাখ ৬৯ হাজার।

সব মিলিয়ে এ স্তরে আসনসংখ্যা ২৬ লাখ ৯ হাজার ২৪৯টি।

বিপরীত দিকে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

এর মধ্যে এসএসসিতে ১৬ লাখ ৮৬ হাজার ২১১ জন, দাখিলে ২ লাখ ৭২ হাজার ৭২২ জন আর কারিগরি শাখা থেকে ১ লাখ ৩৭ হাজার ৬১৩ জন পাস করেছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর