শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

সময় বাড়ছে না, বাণিজ্য মেলা শেষ হচ্ছে সোমবার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৯ জানুয়ারি, ২০২২ ৩:১৭ : অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আর বাড়ানো হবে না।

আজ শনিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, নির্দিষ্ট দিন আগামী সোমবার (৩১ জানুয়ারি) শেষ হবে মেলা।

পূর্বাচলে স্থায়ী ভবনে এবার আয়োজিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও বাণিজ্য মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘দুই বছর পর বাণিজ্য মেলার আয়োজন করে আমরা সন্তুষ্ট। মেলার যোগাযোগ ব্যবস্থা নিয়ে শঙ্কায় থাকলেও আশানুরূপ দর্শনার্থী এসেছেন। আগামী ৩১ জানুয়ারি বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান হবে। সে আয়োজনও প্রায় সম্পন্ন, সময়টা পরে জানানো হবে। করোনা পরিস্থিতিতে মেলার সময় এবছর আর বাড়ছে না।’

তিনি বলেন, ‘এ বছর পূর্বাচলে বাণিজ্য মেলার স্থায়ী ভবনে ব্যবসায়ীরা শঙ্কা নিয়ে এলেও কেউ লাভ ছাড়া যাবে না। ব্যবসায়ীরা লাভে আছে। এটা কেউ স্বীকার করে না, কারণ যাতে মেলার সময় বাড়াতে পারে। আমার ছোট-বড় যে সব ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন লাভে আছেন।’

এ বছর মেলা প্রাঙ্গণে প্রথম ১৫ দিন দর্শনার্থী কম থাকলেও শেষের দিকে সমাগম অনেক বেড়েছে দাবি করে ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘ছুটির দিনগুলোতে ২ লাখের বেশি দর্শনার্থী এসেছে। গতকাল শুক্রবার এক সময় মনে হয়েছিল মেলার গেট বন্ধ করে দেবো। আগের মেলার মতো লোকজন এসেছে। কেউ চিন্তা করতে পারেনি এখানে এত লোকজন আসবে। চ্যালেঞ্জ থাকলেও দর্শনার্থীর উপস্থিতিতে সন্তুষ্ট ছিলেন ব্যবসায়ীরা।’

আরও পড়ুন: যে গ্রামের সব নারীই সুন্দরী কিন্তু বিয়ে করতে চায় না কেউ!

গত ১ জানুয়ারি থেকে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ শুরু হয়।

মাসব্যাপী এ মেলা চলবে ৩১ জানুয়ারি।

এবারের বাণিজ্য মেলায় ১১টি দেশের ২২৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি খাবারের দোকান বরাদ্দ দেওয়া হয়।

অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রিত এক্সিবিশন সেন্টারের ১ লাখ ৫৫ হাজার বর্গফুট আয়তনের দুটি হলে সব স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর