শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

রাজশাহীতে রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকানপাট


প্রতিনিধি, রাজশাহী প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০২২ ১১:৫৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে আজ শনিবার রাত ৮টার পর থেকে রাজশাহীতে সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার জেলায় করোনা শনাক্তের হার ছিলো ৭৪. ৮৪ শতাংশ।

এ উর্ধ্বগতি রোধ করতেই নতুন এই নির্দেশ জারি করা হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, গত কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ বেড়ে গেছে। এ অবস্থায় জেলা করোনা ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন রাত ৮টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

জেলা প্রশাসক জানান, করোনা নিয়ন্ত্রণে সরকারের যেসব বিধিবিধান চালু আছে তা বহাল থাকবে। স্বাস্ব্যবিধি মেনে সবাইকে স্বাভাবিক কাজ করতে হবে। এর সঙ্গে নতুন এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর