শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

শাহজালাল বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :২৩ জানুয়ারি, ২০২২ ৮:৩৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তার বাসভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির বাসভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এর আগে ভিসির বাসভবনের সামনে মানব দেয়াল তৈরি করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, আমাদের অনশনরত ভাই-বোনেরা যখন অনশনে কষ্ট করছে, ভিসি তখন আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন। এটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের আন্দোলনের অংশ হিসেবে ভিসির বাসভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আন্দোলনকারীরা শিক্ষার্থীরা জানান, তারা পুলিশ ছাড়া উপাচার্যের বাসভবনে কাউকে ঢুকতে অথবা বের হতে দেবে না।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচির ১০০ ঘণ্টা পূর্ণ হয়েছে সন্ধ্যায়।

ইতোমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ শিক্ষার্থী। অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হওয়া উপলক্ষে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, অসদাচরণের অভিযোগ এনে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও দাবি পূরণ না হওয়ায় আন্দোলন অব্যাহত রেখেছিলেন তারা।

গত রোববার উপাচার্যকে অবরুদ্ধ করা হলে এক পর্যায়ে পুলিশ এসে গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আহত হন শিক্ষার্থীরা।

এই ঘটনার পর ভিসি ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ওই রাতেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এরপর গত বুধবার বিকেল তিনটার দিকে স্বেচ্ছায় ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এদের মধ্যে ৯ জন ছাত্রী ও ১৫ জন ছাত্র।

ভিসির পদত্যাগের আগ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর