বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি

শিক্ষার্থীদের পরনে কাফনের কাপড়, সামনে প্রতীকী লাশ


প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :২২ জানুয়ারি, ২০২২ ৬:২৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা এবার কাফনের কাপড় পরিধান করে মৌন মিছিল করেছে।

আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন আন্দোলনকারী প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

এসময় একজন শিক্ষার্থী প্রতীকী লাশ হয়ে সামনে শুয়ে থাকে। তার পাশে কোনো এক বোনকে ভাইয়ের লাশের পাশে বসে থাকতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এক দফা দাবিতে এখানে আন্দোলনে এসেছি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো। আমাদের আন্দোলনের অংশ হিসেবেই আজকের এই মৌন কাফন মিছিল। শিক্ষার্থীরাই স্বাস্থ্যবিধি মেনে মিছিলে এবং আন্দোলনে অংশ নিচ্ছেন।’

শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেন, ‘এই ভিসির জন্য যদি একজনেরও মৃত্যু হয় তাহলে আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত আছি এবং এই মৃত্যুর দায় ভিসিকেই নিতে হবে।’

তিন দিন ধরে আমরণ অনশন করছেন ২৩ জন শিক্ষার্থী।

অনশনকারী শিক্ষার্থীদের শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন অনশনস্থলে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল হাসান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাকি ৬ জন শিক্ষার্থীকে আন্দোলনস্থলেই স্যালাইন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের লাঠিপেটার পর শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর