মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৯ জানুয়ারি, ২০২২ ৭:০৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২১ সাল খারাপ কাটেনি মোস্তাফিজুর রহমানের।

দারুণ বৈচিত্র্য আর গতির হেরফেরে পুরো বছরজুড়েই বল হাতে দারুণ করেছেন এই কাটার মাস্টার।

যার ফলে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়ে গেলেন বাঁহাতি এই পেসার।

২০২১ সালে ব্যক্তিগত পারফরম্যান্সে ভিত্তিতে সেরা একাদশে ঢুকে পড়েছেন তিনি।

আজ বুধবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে সেরা একাদশের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সেখানে বাংলাদেশ থেকে একমাত্র মুস্তাফিজই সুযোগ পেয়েছেন।

২০২১ সালে মোট ২০ ম্যাচে ২৮ উইকেট নেন মুস্তাফিজ।

গড়ে ১৭.৩৯ বল পরপর উইকেট পেয়েছেন এই পেসার।

তার দুর্বোধ্য বোলিং ব্যাটারদের ভুগিয়েছে বেশ। এর প্রমাণ মিলছে তার ইকোনমি রেটে।

কিপটে বোলিংয়ে তিনি দিয়েছেন ওভারপ্রতি ৭ রান।

মোস্তাফিজ সবচেয়ে উজ্জ্বল ছিলেন ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে।

নতুন বছরে এসে সেই পুরস্কারটাই যেন পেলেন তিনি।

মোস্তাফিজ ছাড়া এশিয়ার চার ক্রিকেটার আছেন একাদশে।

চমক দেওয়ার ব্যাপার হলো, আইসিসির বছরসেরা টি-টোয়েন্টির একাদশে সুযোগ পাননি কোনো ভারতীয় ক্রিকেটার।

বর্ষসেরা একাদশে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার পাকিস্তানের।

বছর জুড়ে দুর্দান্ত করে অনুমিতভাবেই আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

বছর সেরা একাদশের নেতৃত্বে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

পেস আক্রমণেও আছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: জস বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার-পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক-পাকিস্তান), এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জস হেইজেলউড (অস্ট্রেলিয়া), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

আরও পড়ুন: বিপিএলের সূচি প্রকাশ: জেনে নিন কবে কখন কার খেলা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর