রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা শিক্ষা

একাদশে ভর্তির আবেদন শুরু ৮ জানুয়ারি, ২ মার্চ থেকে ক্লাস



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩১ ডিসেম্বর, ২০২১ ৬:৩৯ : অপরাহ্ণ

এসএসসি ও সমমানের ফল ৩০ ডিসেম্বর প্রকাশ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশে ভর্তির জন্য অপেক্ষা করছে।

আগামী ৮ জানুয়ারি থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে।

ভর্তি কার্যক্রম শেষ করে আগামী ২ মার্চ থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: ৬ষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থীদের ২০২২ সালের ক্লাস রুটিন প্রকাশ

ভর্তি নীতিমালায় বলা হয়েছে, ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এবার শুধু অনলাইনের www.xiclassadmission.gov.bd মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে।

৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে।

নীতিমালায় আরো বলা হয়েছে, যারা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করবে, তাদেরও এই সময়ের মধ্যে ভর্তির আবেদন করতে হবে।

আরও পড়ুন: এসএসসি-সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে।

একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, সেগুলোর মধ্য থেকে মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

এছাড়া পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তীত শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে ২২ ও ২৩ জানুয়ারি।

২৪ জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হবে।

১৯ জানুয়ারি প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এটি না করলে তাকে পুনরায় ফি-সহ আবেদন করতে হবে।

৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে।

পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি।

১১ থেকে ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে।

১৩ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি।

১৬ ও ১৭ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে।

১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

বোর্ডের পূর্বানুমতি ছাড়া নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

বোর্ডগুলো নিজ নিজ অধিক্ষেত্রে অবস্থিত কলেজ-সমমানের প্রতিষ্ঠানে এই বিধানের ব্যত্যয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন:

এসএসসি পরীক্ষার ফল: কোন বোর্ডে পাসের হার কত

৫৪ বছরে এসএসসি পাস করলেন আব্দুল হান্নান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর