বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

এসএসসি-সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩১ ডিসেম্বর, ২০২১ ১০:০৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এতে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন।

আজ শুক্রবার থেকে পুনঃনিরীক্ষার আবেদন শুরু হচ্ছে।

৬ জানুয়ারি পর্যন্ত মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

টেলিটকের প্রিপেইড সংযোগ থেকে ফল যাচাইয়ের আবেদন করা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল: কোন বোর্ডে পাসের হার কত

টেলিটক সংযোগ থেকে RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, এ ক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেয়া হবে।

এতে সম্মত থাকলে RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

আরও পড়ুন: ৫৪৯৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ১৮টিতে সবাই ফেল

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে।

যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

এবছর এসএসসি পরীক্ষায় পাসের হার অন্য যেকোনো বছরের ফলকে ছাপিয়ে গেছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩.৫৮ শতাংশ। যা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ।

জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

আরও পড়ুন: এবার জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর