শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

এসএসসি পরীক্ষার ফল: কোন বোর্ডে পাসের হার কত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২১ ১:৪৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছে ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী।

এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

যাতে পাসের হার ৯৩.৫৮ শতাংশ।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার রেজাল্ট সবার আগে পেতে যা করতে হবে

এবার মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন।

আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থী। এর মধ্যে এক লাখ ৩৫ হাজার ৭৮ জন মেয়ে, আর ৭৯ হাজার ৭৬২ জন ছেলে পেয়েছে জিপিএ-৫।

সারা দেশে শতভাগ পাস করেছে ৫ হাজার ৪৯৪টি স্কুলে।

একজনও পাস করেনি এমন স্কুলের সংখ্যা ১৮টি।

আরও পড়ুন: এবার জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

কোন শিক্ষাবোর্ডে পাসের হার কত

ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩.১৫ এবং জিপিএ ৫ পেয়েছেন ৪৯ হাজার ৫৩০ জন।

যশোরে ৯৩.০৯ শতাংশ পাসের সাথে জিপিএ ৫ পেয়েছেন ১৬ হাজার ৪৬১ জন।

বরিশালে পাসের হার ৯০.১৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১০ হাজার ২১৯ জন।

ময়মনসিংহে পাসের হার ৯৭.৫২ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছেন ১০ হাজার ৯২ জন।

রাজশাহীতে পাসের হার ৯৪.৭১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২৭ হাজার ৭০৯ জন।

আরও পড়ুন: ৪৯৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ১৮টিতে সবাই ফেল

দিনাজপুরে পাসের হার ৯৪.০৮ শতাংশ। এই বোর্ডে জিপিএ ৫’র সংখ্যা ১৭ হাজার ৫৭৮।

সিলেটে পাসের হার ৯৬.৭৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৮৩৪ জন।

চট্টগ্রামে পাসের হার ৯১.১২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ৭৯১ জন।

কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৬.২৭ শতাংশ ও জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৬২৬ জন।

এছাড়া মাদরাসায় পাসের হার ৯৩.২২। জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৩১৩ জন।

কারিগরিতে পাস করেছেন ৮৮.৪৯ শতাংশ শিক্ষার্থী।

আরও পড়ুন: মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩.২২ শতাংশ, জিপিএ-৫ বেড়েছে দ্বিগুন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর