শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

বাজারে এসেছে করোনা চিকিৎসার ট্যাবলেট ‘বেক্সোভিড’, দাম পড়বে যত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২১ ১০:০৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

করোনা চিকিৎসায় মুখে খাওয়ার ট্যাবলেট ‘বেক্সোভিড’ বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আজ বৃহস্পতিবার থেকে এই ওষুধ বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি।

১২ বছর বা তার বেশি বয়সি শিশুসহ প্রাপ্তবয়স্কদের হালকা থেকে মাঝারি করোনা রোগীদের চিকিৎসার জন্য মুখে খাওয়ার এই ওষুধের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারের ট্যাবলেট ‘প্যাক্সলোভিড’ এর জেনেরিক সংস্করণে ‘বেক্সোভিড’ ট্যাবলেট বাজারে এনেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

জানা গেছে, ‘বেক্সোভিড’ এর মধ্যে দুই রকমের (নিরমাট্টেলভির ও রেটিনোভি) ছয়টি ট্যাবলেট রয়েছে।

দুটি নিরমাট্টেলভির ও একটি রেটিনোভি ট্যাবলেট একসাথে খেতে হবে।

প্রতিদিন একসাথে তিনটি ট্যাবলেট দুইবার (মোট ৬টি) করে পাঁচদিন খেতে হবে।

একটি ‘বেক্সোভিড’ প্যাকেটে ৬টি ট্যাবলেট রয়েছে। যার দাম ৩ হাজার ২০০ টাকা।

পাঁচদিনের জন্য পাঁচ প্যাকেট ‘বেক্সোভিড’ ট্যাবলেটের দাম পড়বে ১৬ হাজার টাকা।

করোনা প্রতিরোধে এই ওষুধ কতটা কার্যকরী

নতুন এই ওষুধ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক কোভিড রোগীদের মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৯০ পর্যন্ত কমিয়ে আনে বলে ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে।

এছাড়াও করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধেও এই ট্যাবলেট কার্যকর প্রমাণিত হয়েছে।

বেক্সোভিড সম্পর্কে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, মহামারির বিরুদ্ধে চলমান লড়াইয়ে শক্তিশালী অস্ত্র হওয়ার সম্ভাবনা আছে বেক্সোভিডের।

করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই এই ট্যাবলেট খাওয়া শুরু করতে হয়।

এতে গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি এড়ানো সম্ভব।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকেই এ ধরনের ওষুধের জন্য অপেক্ষা করা হচ্ছিলো।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কয়েক মাস ধরে গবেষণার পর ফাইজার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে।

যুক্তরাষ্ট্রের এই কোম্পানির ট্যাবলেট অ্যান্টি-ভাইরাল বা ভাইরাসপ্রতিরোধী হওয়ায় তা ভাইরাসের অনুরূপ সৃষ্টির বিষয় কমিয়ে দিতে পারে।

এতে রোগ ছড়িয়ে পড়ার গতি কমে আসে।

এই কোম্পানির পক্ষ থেকেই ক্লিনিক্যাল ট্রায়ালে অত্যন্ত ভালো ফল পাওয়ার দাবি করা হয়েছে।

এতে রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অনেকটাই কমতে দেখা গেছে।

পরীক্ষায় দেখা গেছে, এই ওষুধের কার্যকারিতা যাচাইয়ে ৭৭৫ জন রোগীর ওপরে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার একটি গবেষণা চালায়।

সেখানে দেখা যায়, ফাইজার কোম্পানির প্যাক্সলোভিড ট্যাবলেট গ্রহণকারীদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৯০ শতাংশ পর্যন্ত কমেছে বলে দাবি করেছে ফাইজার।

আরও পড়ুন: ১ জানুয়ারি থেকে ওয়ার্ড পর্যায়ে আবার করোনা টিকা দেয়া শুরু

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর