বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিনোদন

করোনা আক্রান্ত চিত্রনায়ক সোহেল রানা লাইফ সাপোর্টে


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২১ ৮:১২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

করোনা আক্রান্ত ঢাকাই চলচ্চিত্রের ড্যাশিং হিরো, অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

আজ বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া বলে জানান তার স্ত্রী জিনাত বেগম।

জিনাত বেগম জানান, কয়েকদিন ধরেই জ্বর ও কাশিতে ভুগছেন সোহেল রানা। ২৫ ডিসেম্বর রাতে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর পরীক্ষা করানোর পর তার করোনা পজিটিভ আসে।

এর আগে, ২৫ ডিসেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সোহেল রানাকে।

অবশ্য, হাসপাতালে ভর্তির কয়েক দিন ধরেই জ্বর ও কাশিতে ভুগছিলেন সোহেল রানা।

এরপর তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

আরও পড়ুন: র‌্যাবের পাশে নুসরাত ফারিয়া

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন মাসুদ পারভেজ। এই ছবি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।

১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে সোহেল রানা নিয়ে আত্মপ্রকাশ করেন তিনি।

২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।

তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন সোহেল রানা।

আরও পড়ুন: ৪২ কোটি টাকার মুকুট মাথায়, আরও যেসব সুবিধা পাচ্ছেন বিশ্বসুন্দরী হারনাজ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর