বুধবার, ৮ মে, ২০২৪ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

খেলতে খেলতেই মারা গেলেন ফুটবলার!


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ ডিসেম্বর, ২০২১ ৮:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

খেলতে খেলতেই মারা গেছেন আলজেরিয়ার ফুটবলার সোফিয়ান লুকার!

শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ওরানের মাঠে খেলছিলেন তিনি।

সেকেন্ড ডিভিশন ম্যাচ চলাকালীন নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খান লুকার।

পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ২৮ বছর বয়সী ফুটবলার।

আলজেরিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

দ্য এপিএস এজেন্সি জানিয়েছে, ওই দিন মৌলৌদিয়া সাইদার হয়ে খেলতে নামেন লুকার।

এএসএম ওরানের বিপক্ষে লিগ-২ এর ম্যাচে প্রথমার্ধে নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খান তিনি।

ওই সময় মাঠেই ফুটবলারের চিকিৎসা হয়। পরে খেলা চালিয়ে যাচ্ছিলেন।

কিন্তু আঘাত পাওয়ার ১০ মিনিট পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়।

চিকিৎসকরা বলছেন, হার্ট অ্যাটাক করে মারা গেছেন লুকার।

তার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন দুই দলের খেলোয়াড়রা।

তাৎক্ষণিকভাবে ম্যাচটি বাতিল করা হয়।

এর আগ পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মৌলৌদিয়া।

দলটির অধিনায়ক ছিলেন লুকার।

তার মৃত্যুর পর আলজেরিয়ার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন: বেনজেমার মাইলফলকের রাতে জয় দিয়ে বছর শেষ রিয়ালের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর