মঙ্গলবার, ২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

যানজটে রেললাইনে আটকে পড়া বাসকে ট্রেনের ধাক্কা, ৩ জনের মৃত্যু


প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :২৬ ডিসেম্বর, ২০২১ ৭:৫০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে গেছে।

বাসটি যানজটের কারণে রেললাইনে আটকে গিয়েছিল। তখন ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসা ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়।

এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া এক শিশুসহ আরও নয়জন গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যা ৬ টার দিকে নারায়ণগঞ্জ সদরের এক নম্বর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পরে সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস আটকে যায়। প্রচণ্ড যানজটের কারণে ট্রেন আসছে দেখেও বাসটি আর সরতে পারেনি। ঢাকা থেকে আসা ট্রেনটিও থামতে পারেনি। ফলে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

আরও পড়ুন: চালু হলো ঢাকা নগর পরিবহন, যত টাকা ভাড়া

এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছেন।

ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান বলেন, সামনের দিকে যানজট ছিল বলে বাসটি রেললাইনে উঠে আর এগোতে পারেনি। সে সময় ট্রেন এসে এটিকে ধাক্কা দিয়ে প্রায় ১০-১৫ গজ পর্যন্ত টেনে নিয়ে যায়। সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের উদ্ধারকাজ চলছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর