শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা নির্বাচন

উৎসব ও শঙ্কার মধ্যে ৮৩৮ ইউপিতে ভোট চলছে


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৬ ডিসেম্বর, ২০২১ ১০:১৯ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চতুর্থ ধাপে দেশের ৫৮ জেলার ১১৮ উপজেলার ৮৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) উৎসব ও শঙ্কার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে।

৮৩৮ ইউপির মধ্যে ৩৮ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।

আজ রোববার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পরে কেন্দ্রে কেন্দ্রে ভোটের ফলাফল গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল ঘোষণা করবেন।

এ ধাপে ভোটের আগেই একক প্রার্থী হিসেবে ৪৮ চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ফলে চেয়ারম্যান পদে ৭৯০ ইউপিতে ভোট হবে।

এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে ১১২ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৩৫ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে যেমন উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে তেমনি রয়েছে শঙ্কাও।

কেননা বিগত তিন ধাপের ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতায় প্রায় ৬০-৭০ জন মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক।

এবারও ভোটের আগে বেশ কিছু এলাকায় গোলযোগের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার মধ্য রাতে চতুর্থ ধাপে প্রচারের শেষ দিনেও বিভিন্ন এলাকায় সহিংস ঘটনার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী

এছাড়া স্থানীয় কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভেঙে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে, তাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি।

তারপরও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে প্রায়ই। বিশেষ করে আওয়ামী লীগ ও বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা নিয়ে গণ্ডগোল বেশি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

অনেকের আশঙ্কা, ভোটের দিন আজও সহিংসতা, অনিয়ম আরো ব্যাপকভাবে হতে পারে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, এ ধাপের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সহিংসতা রোধে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় নির্বাচনে একেবারে তৃণমূলে প্রতিযোগিতা বেশি থাকায় কোথাও কোথাও ব্যক্তিগত রেষারেষি, পূর্ব শত্রুতার জের এবং গোলযোগের ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের খবরকে ‘গুজব’ বললেন সাবেক সেনাপ্রধান আজিজ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর