শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

বাসায় বসে এইচএসসি পরীক্ষা দিলেন পৌর মেয়র!


প্রতিনিধি, বরিশাল প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২১ ১১:৫১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নিজ বাসায় পরীক্ষার খাতা এনে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে বরগুনার আমতলীর পৌর মেয়র মতিউর রহমানের বিরুদ্ধে।

তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীনে আমতলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) নিজ বাসায় খাতা এনে পরীক্ষা দেন তিনি।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়ে আমতলী উপজেলাসহ জেলা শহরে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসায় বসে মেয়র মতিয়ার রহমানের পরীক্ষা দেওয়ার খবর জানাজানি হলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোয়াজ্জেম খান আমতলী সরকারি ডিগ্রি কলেজে কর্তব্যরত শিক্ষকদের কাছে গিয়ে এ ঘটনার সত্যতা জানতে চান।

পরীক্ষার হলের কর্তব্যরত শিক্ষকরা প্রথমে মতিয়ার রহমান নামে কোনো পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন হয়নি বলে জানান তাদের।

পরে আমতলী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হোসেন আহমদের কাছে গেলে তিনিও প্রথমে তথ্য দিতে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি

পরে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে প্রমাণপত্র হিসেবে পরীক্ষার্থীদের সিট, হাজিরা খাতা দেখতে চাইলে দেখাতে বাধ্য হন তারা।

সেখানে দেখা যায়, মেয়র পরীক্ষার্থী, মতিয়ার রহমান পিতা মোহন খলিফা, মাতা আমেনা বেগম, রেজিস্ট্রেশন নাম্বার ১৯-০-১১-৫০৫-০৩৯।

এ বিষয়ে অভিযুক্ত মেয়র মতিয়ার রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হোসেন আহমদ বলেন, প্রথমে যখন তারা আমার কাছে জানতে চেয়েছেন, তখন আমার জানা ছিলো না যে মেয়র মহোদয় আমার এখান থেকে রেজিস্ট্রেশন করেছেন। পরে কাগজপত্র যাচাই করে তাদের অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে তিনি বাসায় খাতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এরকম কোন প্রমাণ পাইনি।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরগুনার উপ-আঞ্চলিক পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইক বলেন, এটা শাস্তিযোগ্য অপরাধ। আমি খোঁজ নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টা আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর