শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের খবরকে ‘গুজব’ বললেন সাবেক সেনাপ্রধান আজিজ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২১ ৩:১৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

নিজের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের খবরকে ‘গুজব’ বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ।

গতকাল শুক্রবার রাতে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগকে দেয়া সাক্ষাতকারে তিনি এই কথা বলেন।

আজিজ আহমেদ বলেন, ‘এ নিয়ে যুক্তরাষ্ট্র আমাকে অফিসিয়ালি কিছুই জানায়নি। বাংলাদেশের কিছু গণমাধ্যম যথাযথ সূত্র ও তথ্য-প্রমাণ উল্লেখ না করেই এই বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে। এখনও আমার মার্কিন ভিসা বৈধ আছে।’

গুঞ্জন আছে, সেনাবাহিনীর আড়িপাতার যন্ত্র কেনার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের।

ডয়েচে ভেলের অনুষ্ঠানের উপস্থাপকের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে সেই কথা অস্বীকার করেন তিনি।

আরও পড়ুন: র‌্যাবের বর্তমান ও সাবেক ডিজিসহ ৬ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সাবেক সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনীর আড়িপাতার যন্ত্র কেনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এ নিয়ে আমি কিছুই জানি না।’

গুজব ছড়িয়েছে, নিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাল্টাতে প্রভাব খাটিয়েছিলেন কিনা-এ প্রশ্নের জবাবে জেনারেল আজিজ দাবি করেন, এ বিষয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করেননি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যচিত্রে জেনারেল ও তার একজন কোর্সমেটের কথোপকথন ফাঁস হয়।

এ প্রসঙ্গে জেনারেল আজিজ দাবি করেন, অডিওটি সঠিক নয়। একে বিকৃত করা হয়েছে।

নিজের বিরুদ্ধে আনা এতসব অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জও জানান সাবেক সেনাপ্রধান আজিজ।

আরও পড়ুন: কোনো দেশ উন্নতি করলে তার শত্রু ও চাপ বাড়ে: পররাষ্ট্রমন্ত্রী

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর