শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় মৃত্য ৪, শনাক্ত ২৯৭


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০২১ ৪:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৯৭ জনের।

দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৮ জনে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জনে।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তির লটারির ফলাফল জানবেন যেভাবে

গতকাল মঙ্গলবার দেশে করোনায় ৩ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ২৯৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৩ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যেএকজন করে মারা গেছেন ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে।

আরও পড়ুন: ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ, ক্রয়-বিক্রয়েও নিষেধাজ্ঞা

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ হাজার জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: স্বর্ণের দাম প্রতি ভরিতে কমলে ১ হাজার ১৬৬ টাকা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর