বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

দুবাইও ‘না’ বলে দিলো, দেশে ফিরছেন মুরাদ!



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২১ ৯:০১ : অপরাহ্ণ

অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মো. মুরাদ হাসানকে দুবাইতেও প্রবেশের অনুমতি দেয়নি দেশটির ইমিগ্রেশন পুলিশ।

এর আগে কানাডার বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় বিতর্কিত এ রাজনীতিককে।

জানা গেছে, দুবাই থেকে ঢাকায় ফেরার জন্য টিকিট কেটেছেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মুরাদ হাসান।

তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, আগামীকাল রোববার সকাল ৮টা ২০ মিনিটে তিনি ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়েছেন।

সূত্র বলছে, দুবাই ইমিগ্রেশন পুলিশ মুরাদ হাসানকে তাদের দেশে প্রবেশের অনুমতি দেয়নি। ফলে কাল সকালে তিনি দেশে ফিরবেন।

বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে কানাডার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মুরাদ।

মুরাদ হাসানের সঙ্গে তার পরিবারের কোনো সদস্য ছিলেন না। তিনি একাই কানাডার উদ্দেশে দেশ ত্যাগ করেন।

মুরাদ প্রথমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যান। সেখান থেকে আমিরাতের একটি ফ্লাইটে কানাডায় যান।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৩১ মিনিটে তিনি টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ।

কানাডার স্থানীয় একটি বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, মুরাদ টরন্টো পিয়ারসন বিমানবন্দরে পৌঁছালে তাকে কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।

দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়।

বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়।

তারপর মুরাদকে ফেরত পাঠানো হয়। পরে মধ্যপ্রাচ্যের একটি বিমানে তাকে তুলে দেওয়া হয়।

তবে কানাডার সরকারি সূত্র থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

আরও পড়ুন: ধানমন্ডিতে বাসা রেখে হোটেল সোনারগাঁওয়ে কী করতেন মুরাদ 

গত ৪ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত একটি সাক্ষাৎকারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কন্যাকে উদ্দেশ করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন প্রতিমন্ত্রী মো. মুরাদ।

এরপর গত রোববার রাতে তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়।

ওই ফোনালাপে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনারও হুমকি দেন।

বিষয়টি নিয়ে দেশজুড়ে নিন্দা-সমালোচনার ঝড় ওঠে।

এতে বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকার।

আরও পড়ুন: ছাত্রদল নেতা থেকে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী, ‘দুঃসময়ে পল্টি দেন ডা. মুরাদ’

এসবের জেরে মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্দেশনা অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন।

তবে পদত্যাগপত্রে মুরাদ হাসান ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন।

এছাড়া গেল মঙ্গলবার মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

দুবাই থেকে নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরেননি মুরাদ

র‌্যাবের বর্তমান ও সাবেক ডিজিসহ ৬ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রথম থেকে নবম শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদনের সময় বাড়লো

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর