শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

ছাত্রদল নেতা থেকে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী, ‘দুঃসময়ে পল্টি দেন ডা. মুরাদ’


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২১ ১২:১৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সদ্য পদত্যাগ করা ডা. মো. মুরাদ হাসান এক সময় ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন। ছাত্রদলের কমিটিতে পদও ছিল তার। নানা অপকর্মের অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য এবং অশ্লীল ও কুরুচিপূর্ণ ফোনালাপ ফাঁসের পর তার অতীত ইতিহাস বেরিয়ে আসছে।

ময়মনসিংহের বিএনপির নেতৃবৃন্দ বলছেন, এক সময় ছাত্রদলের রাজনীতি করতেন মুরাদ হাসান। ছিলেন ময়নমনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক।

৯৬-এ রাজনৈতিক পটপরিবর্তনের পর যোগ দেন ছাত্রলীগে।

মুরাদ হাসান ছাত্রদলের যে কমিটিতে ছিলেন, ওই কমিটির সভাপতি ডা. সাইদ মেহবুব উল কাদির বলেন, ‘দলের হয়ে প্রচার-প্রচারণা, অবদান ও যোগ্যতা দেখেই পদ দেয়া হয়েছিল মুরাদ হাসানকে।’

সাইদ মেহবুব উল কাদির আরও বলেন, ‘মিছিল-মিটিংয়ে তার সরব উপস্থিতিসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রমেও সে যুক্ত ছিল। যখন কমিটি হয়, তখন সে কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করলে, তার কার্যক্রম দেখে আমরা তাকে প্রচার সম্পাদকের পদ দেই।’

মুরাদ হাসান যে কমিটিতে ছিলেন, সে কমিটির অনুমোদন দিয়েছিলেন তৎকালীন জেলা ছাত্রদলের সভাপতি মোতাহার হোসেন তালুকদার।

তার ভাষ্য, ‘মুরাদ বরাবরই সুবিধাবাদী ছিলেন, দলের দুঃসময়ে পল্টি দেন মুরাদ হাসান।’

বর্তমান ময়মনসিংহ জেলা বিএনপির (উত্তর) সিনিয়র আহবায়ক মোতাহার হোসেন তালুকদার আরও বলেন, ‘মুরাদ একজন উচ্চাকাঙ্ক্ষী ও পল্টিবাজ নেতা। এজন্যই সে ছাত্রদল থেকে ছাত্রলীগে যোগ দেয়।’

৯৬ এর আন্দোলনে ছাত্রদলের হয়ে রাজপথ কাঁপানো নেতা মুরাদ হাসান মাদকসহ নানা অপকর্মের কারণে নিজ সংগঠনেই কোণঠাসা হয়ে পড়েন।

১৯৯৬ সালে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তাই ভোল পাল্টে নাম লেখান ছাত্রলীগে-এমনটাই অভিযোগ করলেন তৎকালীন ছাত্রদল নেতারা।

ময়মনসিংহ মহানগর জেলা বিএনপির সিনিয়র আহবায়ক আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘মুরাদ বাগমারায় একটি হোস্টেলে থাকতো। সেখানে সে মদ্যপ হিসেবে খ্যাত ছিল।’

আবু ওয়াহাব আকন্দ আরও বলেন, ‘মুরাদ নিয়মিত ফেন্সিডিলও সেবন করতো, একবার ফেন্সিডিলের দাম না দিতে পারায় তাকে গাছের সাথে বেঁধে রেখেছিল মাদক ব্যবসায়ীরা।’

ডা. মুরাদের বাবা মতিউর রহমান তালুকদার ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন।

জনশ্রুতি আছে, ছেলে ছাত্রদলের কমিটিতে থাকায় আক্ষেপ ছিল তার।

কিন্তু ছাত্রলীগে যোগ দিয়ে আর পেছনে ফিরে থাকাতে হয়নি মুরাদ হাসানের।

১৯৯৭ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হন। ২০০০ সালে একই শাখার ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।

২০০৩ সালে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। একই বছর আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার সদস্যও হন।

এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জামালপুর-৪ (সরিষাবাড়ী, মেস্টা ও তিতপল্যা) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মুরাদ হাসান।

২০১৪ সালে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ২০১৫ সালে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন মুরাদ।

২০১৭ সালে ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে জামালপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০১৮ সালে গঠিত আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান মুরাদ হাসান।

২০১৯ সালের ১৯ মে সরকারের মন্ত্রিসভায় রদবদল আনা হলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য মুরাদ হাসান।

আরও পড়ুন:

ধানমন্ডিতে বাসা রেখে হোটেল সোনারগাঁওয়ে কী করতেন মুরাদ

জামালপুর আওয়ামী লীগ থেকে মুরাদ হাসানকে বহিস্কার

তথ্য প্রতিমন্ত্রী মুরাদের পদত্যাগের খবরে মাহি বললেন, ‘আলহামদুলিল্লাহ’ (ভিডিও)

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর