বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ, চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো শিক্ষককে


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ নভেম্বর, ২০২১ ১১:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় এক স্কুল শিক্ষককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে চালকের সহকারী।

পরে ওই শিক্ষকের পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এতে ওই শিক্ষকের পা, হাত ও মুখে মারাত্মক জখম হয়।

গুরুতর আহত অবস্থায় ওই স্কুল শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে নগরীর কোতোয়ালী থানার পুরাতন রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

আহত রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আহত শিক্ষকের স্বজন রুবেল বলেন, রহমত উল্লাহ সদরঘাট এলাকার পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) প্রশিক্ষণার্থী। অক্সিজেন এলাকার বাড়ি থেকে পিটিআইয়ে আসা-যাওয়া করতেন। পিটিআই যাওয়ার উদ্দেশে তিনি শনিবার সকালে ৮ নম্বর রুটের সৌরভ পরিবহনের একটি বাসে উঠেন। বাসের সহকারী অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন। এ নিয়ে তিনি প্রতিবাদ করলে বাসের চালক ও সহকারীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি স্টেশন রোডের বটতলী এলাকায় নেমে যেতে চাইলে বাসটি পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর চালকের সহকারী ধাক্কা দিয়ে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেয়।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, বাসটি আটক করা হয়েছে। চালক ও সহকারীকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর