সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

‘৮০ শতাংশ বাস মালিক গরীব, হাফ ভাড়া নিলে কীভাবে ক্ষতি সামলাবে’


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ নভেম্বর, ২০২১ ১০:১৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া চালু করার বিষয়ে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেছেন, ‘ঢাকায় চলাচলকারী বাস মালিকদের ৮০ শতাংশ গরীব। একটা বা দুটো বাস চালিয়ে তাদের সংসার চলে। তারা যদি হাফ ভাড়া নেয় কীভাবে ক্ষতি সামলাবে।’

শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে টানা দুই ঘণ্টা এই বৈঠক চলে।

বৈঠকে হাফ ভাড়া কার্যকর করা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন পরিবহন নেতারা।

বৈঠকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন বাবু, মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ, বিআরটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মো. আশফাকসহ বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিতে চাই। এ ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিকও। কিন্তু আগে অনেকগুলো বিষয়ে সমাধান করতে হবে। আমাদের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর সমাধানের মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।’

খন্দকার এনায়েত উল্ল্যাহ

হাফ ভাড়া চালু হলে মোট ক্ষতি বা ভর্তুকি নিয়ে তিনি বলেন, ‘তাৎক্ষণিক কিছু করা যাবে না। সময়ের প্রয়োজন আছে, টাস্কফোর্স ছাড়া এটি সম্ভব নয়। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান নিয়ে একটি টাস্কফোর্স গঠন করে সর্বসম্মত সিদ্ধান্ত নিতে হবে। হাফ ভাড়ায় ক্ষতির পরিমাণ টাস্কফোর্স নির্ধারণ করবে।’

কারা শিক্ষার্থী আর কারা নয়, এ বিষয়েও জটিলতা রয়েছে জানিয়ে এনায়েত উল্ল্যাহ বলেন, ‘বাসে উঠে সবাই বলবে আমরা ছাত্র। অনেকে এ সুবিধা নেওয়ার জন্য নতুন করে আইডি কার্ড বানিয়ে নেবে। যে দেশে ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স জাল হয়, সেখানে ছাত্রত্ব কীভাবে প্রমাণ হবে? সরকার এটার সমাধান কীভাবে করবে সেটাও দেখতে হবে।’

হাফ ভাড়ার প্রচলিত রেওয়াজ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবহন মালিক নেতারা দাবি করেন, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার কোনো বিধান আগেও ছিল না, এখনও নেই। ছাত্রদের বচসায় কোনো কোনো পরিবহন শ্রমিক এটা মেনে নিতেন। তবে সরকারিভাবে সিদ্ধান্ত হলে এটি সবাইকে মানতে হবে।

বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের বলেন, ‘২৫ নভেম্বরের বৈঠকের ধারাবাহিকতায় আজ এ বৈঠক ছিল। পরিবহন মালিক-শ্রমিকরা অনেক প্রস্তাব দিয়েছেন। ঢাকা শহরে কত শিক্ষাপ্রতিষ্ঠান, কত শিক্ষার্থী এসব তথ্য চেয়েছেন তারা।’

তিনি বলেন, ‘হাফ ভাড়া নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আলাদা কোনো পরিচয়পত্র দেওয়া হবে কি-না, সে বিষয়টিও আলোচনায় এসেছে। পুরো বিষয়টি সুরাহা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিআরটিএ এবং পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনেরও প্রস্তাব এসেছে।’

শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া চালুর বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার হাফ ভাড়া নিয়ে সড়ক পরিবহন সচিবের সাথে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেও কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন:

এসএসসি পাসে সৈনিক পদে নিয়োগ দিচ্ছে সেনাবাহিনী

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর