মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ | ১০ বৈশাখ, ১৪৩১ | ১৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

‘হায়াত-মউত আল্লাহর হাতে’, খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৫ নভেম্বর, ২০২১ ৯:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে। তার চিকিৎসা দরকার, সেটা চলছে। আইনমন্ত্রী বলেছেন-‘বিদেশ থেকে ভালো চিকিৎসক এনে চিকিৎসা করা যাবে।’’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।

‘খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দায় নিতে হবে’-বিএনপির এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার তো তাকে গলা টিপে মারছে না। তার মৃত্যুর দায় সরকারের ওপর দেবেন, এটা তো ঠিক না। আমাদের বয়স হয়েছে, বেঁচে থাকার তো একটা সময়সীমা আছে। জন্মের সঙ্গে মৃত্যু জড়িত। অসুস্থ হয়ে মারা গেলে সরকারের ওপর আপনি কথায় কথায় দোষ চাপাতে পারবেন না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি নিজেও মৃত্যুর কাছাকাছি ছিলাম, একদম মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। একজন মানুষের মৃত্যু হবে। আমরা বিশ্বাস করি, আমাদের যাদের ধর্মবিশ্বাস আছে, মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে যে মানবিক দৃষ্টান্ত দেখিয়েছেন, এর তুলনা হয় না। এ জন্যই খালেদা জিয়া এখন বাসায়। কিন্তু বিএনপি নেতারা বলে থাকেন, এটা তাদের আন্দোলনের ফসল। আসলে বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে যতটা না চিন্তিত, এর চেয়ে এটা নিয়ে রাজনীতি করছে বেশি।’

আরও পড়ুন:

কারাগারে খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিল কি না, প্রশ্ন ফখরুলের

মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তির আবেদন করার নিয়ম

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর