শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

হাফ ভাড়ার প্রজ্ঞাপন চেয়ে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ নভেম্বর, ২০২১ ১২:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সারাদেশে গণপরিবহনে চলাচলে হাফ ভাড়ার (হাফপাস) প্রজ্ঞাপন জারি করতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বকশিবাজার মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের জন্য সব গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করতে শিক্ষার্থীরা গত ১৫ দিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে।

রাজধানীর বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

আজও রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ও নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাঈল সম্রাট সাংবাদিকদের বলেন, আমরা চাই অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা হোক। গণপরিবহনে লাগামহীন ভাড়া একজন শিক্ষার্থীর জন্য বোঝা।

ইসমাঈল সম্রাট বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের হাফ পাসের জন্য প্রজ্ঞাপন দিতে হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেতে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সম্প্রতি সরকার প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করে।

ডিজেলের দাম বৃদ্ধির জেরে বাসচালক-মালিকরা তিন দিন অঘোষিত ধর্মঘট পালন করেন। পরে সরকারের সাথে বাস মালিকদের বৈঠক হয়।

বৈঠকে বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি তুলেন। সে অনুযায়ী দূরপাল্লায় বাসে প্রতি কিলোমিটারে ১.৮০ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসে ২.১৫ টাকা করে ভাড়া বাড়ানো হয়। মিনিবাসের ক্ষেত্রে ভাড়া বাড়ানো হয় কিলোমিটারপ্রতি ২.০৫ টাকা।

হাফ ভাড়ার প্রজ্ঞাপন চেয়ে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, নতুন ভাড়া কার্যকর হওয়ার পর থেকে রাজধানীর বাসগুলোতে আর আগের মতো অর্ধেক ভাড়া নেয়া হচ্ছে না।

বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় রোববার পুরান ঢাকার বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

হাফ ভাড়া চালুর দাবিতে গেল শনিবার রাজধানীর সাইন্সল্যাব মোড়ে বাসে ভাঙচুর চালিয়েছে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

এর আগে গত বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিরপুর রোডে প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক রাখেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

প্রেমের টানে জামালপুরে মেক্সিকান তরুণী, ইসলাম গ্রহণ করে বিয়ে

ঢাকা ও চট্টগ্রামে ক্যাবল টিভির ‘সেট টপ বক্স’ লাগানোর সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর