বুধবার, ১ মে, ২০২৪ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ২১ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

বাসে হাফ ভাড়ার দাবিতে সড়ক আটকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২১ ১১:৩৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

শিক্ষার্থীদের কাছ থেকে বাসে হাফ ভাড়া নেওয়ার দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কলেজের সামনে মিরপুর রোড বন্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

হাফ ভাড়া নেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

এ সময় কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে গলিতে আটকে রেখেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেয়া হচ্ছে না।

উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্বব্যবহার করেন।

হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম ইকবাল বলেন, কলেজের সামনে দিয়ে যাতায়াত করা গাজীপুর-এয়ারপোর্টগামী বিকাশ, ভিআইপি-২৭, মিরপুরগামী মিরপুর লিংক, মিরপুর মেট্রোসহ বিভিন্ন পরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়। তারা হাফ ভাড়া নিতে চায় না। আমাদের সুস্পষ্ট দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া নিতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সরকার হাফ ভাড়া নেয়ার নির্দেশনা দিলেও বাসচালকরা হাফ ভাড়া নেন না। এজন্য আমরা গাড়ি আটকে রেখেছি। বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে।

এই বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষকরা।

সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ, দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক সঞ্জয় বিশ্বাসসহ সিনিয়র শিক্ষকরা।

তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।

তবে এ বিষয়ে বাস মালিক-শ্রমিকদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:

শুক্রবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশে কোথায় কখন দেখা যাবে

বাবা-ছেলের যে ছবি নাড়া দিয়েছে সবাইকে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর