শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা বিএনপি

আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে গিয়েছিল তখন সরকার বেশি নিয়েছে: ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ নভেম্বর, ২০২১ ৮:২৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দেশে দাম বাড়ানো হয়েছে-সরকারের এই বক্তব্যের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যখন কমে গিয়েছিল তখন তো তুমি (সরকার) তেলের দাম বেশি নিয়েছো। কম তো রাখো নাই। তাহলে কী করেছে, চুরি করেছে। এখন যা করছো, সেটা হলো আমাদের পকেট কেটে তোমাদের পকেট ভরাচ্ছো।’

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আজ এমন একটা দুঃশাসনের কবলে পড়েছি। বাংলাদেশে জ্বালানী তেলের দাম বাড়লো আর পার্শ্ববর্তী ভারতে পাঁচ টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এরই মধ্যে ধর্মঘট দেওয়া হয়েছে। এ সরকার কতটা দায়িত্বজ্ঞানহীন হলে, কতটা জনগণের সঙ্গে সম্পর্কহীন হলে এ ধরনের অমানবিক সিদ্ধান্ত নিতে পারে।’

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘গত সাত মাসে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হয়েছে, সেখানে বিরোধীদলের কেউ নেই। সেখানে শুধু তারা-তারাই (আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ)। তারপরও নির্বাচনী মারামারিতে ৮৭ জন মৃত্যুবরণ করেছে। নির্বাচনি ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’

সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি ছিলেন একজন ব্যতিক্রমী নেতা। তিনি যখন মেয়র ছিলেন তার কাছে সহযোগিতা পাননি এমন কোনো রাজনৈতিক দল ও ব্যক্তি নেই। বর্তমান ফ্যাসিস্ট সরকারের ভয়াবহতা থেকে মুক্তির জন্য জন্য দরকার ছিল খোকার মতো একজন নেতা। সময় এসেছে আমাদের প্রত্যেককে এক-একজন খোকা হয়ে তৈরি হতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, সাদেক হোসেন খোকার ছেলে বিএনপিনেতা ইশরাক হোসেন প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর