সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

মুহিবুল্লাহর জানাজায় হাজারো মানুষ, শোকে কাতর রোহিঙ্গারা


প্রতিনিধি, কক্সবাজার প্রকাশের সময় :৩০ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিববুল্লাহর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।

বৃহস্পতিবার বিকেলে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট ২ নম্বর কেন্দ্রে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ায় কুতুপালং ক্যাম্পে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ একদল অস্ত্রধারীর গুলিতে নিহত হন।

জানা যায়, জানাযায় উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরের বিপুল সংখ্যক রোহিঙ্গারা অংশ নেয়। এ সময় বিশৃঙ্খলা এড়াতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

শীর্ষ নেতাকে হারিয়ে এক প্রকার শোকে কাতর হয়ে গেছে রোহিঙ্গারা।

সাধারণ রোহিঙ্গারা বলছেন, তাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন মুহিবুল্লাহ। তাকে যেকোনো প্রয়োজনে সবসময় পাশে পাওয়া যেত বলে জানান তারা।

জানাজায় অংশ নেওয়া রোহিঙ্গা আকবর আলী বলেন, মুহিবুল্লাহ চলে যাওয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বিশাল ক্ষতি হয়েছে। সেটি কখনও পূরণ হবে না। তিনি খুব ভালো মানুষ ছিলেন। রোহিঙ্গাদের অধিকারে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

মুহিবুল্লাহর মতো দ্বিতীয় আর কেউ নেই উল্লেখ করে রোহিঙ্গাদের জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলে জানান এসব রোহিঙ্গারা।

রোহিঙ্গারা জানায়, মুহিবুল্লাহ ৯ সন্তানের জনক। মিয়ানমারে থাকতে তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন। শিক্ষকতার সূত্রে তিনি ‘মাস্টার মুহিবুল্লাহ’ নামেও পরিচিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিহতের ভাই হাবীবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেছেন বলে একটি সূত্রে জানা গেছে।

তবে এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ ও সংশ্লিষ্ট কেউ কল রিসিভ না করায় সত্যতা নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন: মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: সন্দেহের তীর সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র দিকে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর