শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

‘জনসমুদ্র’ দেখে কাদের মির্জা বললেন, ‘রাজনীতি টাকা ও অস্ত্রের কাছে জিম্মি নয়’


প্রতিনিধি, নোয়াখালী প্রকাশের সময় :১১ আগস্ট, ২০২১ ৮:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি মনে করেছি, অস্ত্র ও টাকার কাছে রাজনীতি জিম্মি। কিন্তু আজ এ জনসমুদ্র দেখে প্রমাণিত হয়েছে, রাজনীতি টাকা ও অস্ত্রের কাছে জিম্মি নয়। জনগণ আজ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, এজন্য চিরকৃতজ্ঞ থাকবো।’

আজ (১১ আগস্ট) বুধবার বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌর পৌর মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের দেয়া গণসংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা গত ২৯ জুলাই চিকিৎসার জন্য আমেরিকায় যান। ১৩ দিন পর আজ তিনি দেশে ফিরেন। এ উপলক্ষে বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে গণসংবর্ধনা দেন।

মেয়র কাদের মির্জা বলেন, ‘আমি আশা করেছিলাম কোম্পানীগঞ্জে শান্তির পরিবেশ স্থাপন হবে। কিন্তু আমি আমেরিকা যাওয়ার পর কোম্পানীগঞ্জে শান্তি বিঘ্নিত হয়েছে। কারা এ অশান্তি সৃষ্টি করেছে আপনারা সবাই জানেন। প্রশাসনও জানে। এভাবে আর কত দিন চলবে? প্রশাসন অন্ধ থাকার কারণে এখনো কোম্পানীগঞ্জে শান্তি ফিরছে না।’

তিনি বলেন, ‘আমার দলের সাইফুল ইসলাম কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তার আত্মীয়কে দেখার জন্য গিয়েছিল। কিন্তু সেখানে তাকে মেরে হাত-পা ভেঙে দিয়েছে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ভুট্টো, ছাত্রলীগ নেতা আনছার উদ্দিন শাহীন, সাব্বির, ইউপি সদস্য নুরুল আফসার ভুট্টো, ইউপি সদস্য আজাদকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে। অথচ পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমার দলের নেতা নুর হোসেন খান সাহেবকে গ্রেপ্তার করেছে। খান সাবেক কি কাউকে একটা চিমটি দিয়েছে, কেউ বলতে পারলে আমি হিজরত করবো। খান সাহেবের বিরুদ্ধে পুলিশ ১১টি মিথ্যা মামলা দিয়েছে।’

‘আল্লাহ আছেন, তিনি বিচার করবেন’ উল্লেখ করে কাদের মির্জা বলেন, ‘বিচার শুরু হয়ে গেছে, এদের কেউ কেউ করোনায় আক্রান্ত হয়েছে, কেউ স্ট্রোক করছে, এরা রাস্তায় দুর্ঘটনায় মারা যাবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর