বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা শিল্প-সাহিত্য

পিএইচপির পরিচালক আমীর হোসেন সোহেলের ‘সমর্পণ’



রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৯ জুলাই ২০২১, ৮:১৫ অপরাহ্ণ

আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করে একটি কবিতা লিখেছেন দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির পরিচালক আমীর হোসেন সোহেল। ‘সমর্পণ’ শিরোনামে তার স্বরচিত ২০ লাইনের এই কবিতাটি রাজনীতি সংবাদের পাঠকদের জন্য পাঠিয়েছেন তিনি।

অন্ত্যমিল ছন্দে লেখা কবিতাটি হুবহু তুলে ধরা হলো-

সমর্পণ
ভয় নেই একফোঁটা একদম
আছেন মাবুদ আমার উপরে স্বয়ং
রেখেছেন তিনি অসংখ্য প্রমাণ
তাই সে প্রভু তাই সে মহান।

তাঁর কৃপায় সূর্য বিলায় আলো;
যাঁর করুণায় ধরণী শষ্য পেল।
তাঁর নেয়ামত এই নীল আকাশ
যাঁর দয়ায় প্রাণ পায় এখনও বাতাশ।

উনার ইঙ্গিত ছাড়া
হয় না কোন ভূমিকম্প।
ফুঁসে উঠা সমুদ্র
হয় নিমেষেই শান্ত।

উনার সৃষ্টি পলিমাটি, শিলাবৃষ্টি;
হুকুম পেলেই জ্বলে ওঠে আগ্নেয়গিরি।
উনি চাইলেই ধনী অথবা কোটিপতি;
বনে যায় মুহূর্তেই রাস্তার ভিখেরী।

আমীর, তুই তো জন্ম থেকেই ফকির
তাই বুকে রাখ শুধু এক আল্লাহর জিকির।
তিনি আল-আউয়াল, তিনি আল-আখির,
তিনি সকলেরই একমাত্র মালিক।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর