বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিল্প-সাহিত্য

পিএইচপির পরিচালক আমীর হোসেন সোহেলের ‘সম্বল’


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ জুলাই, ২০২২ ৮:৪৩ : অপরাহ্ণ
পিএইচপির পরিচালক আমীর হোসেন সোহেল
Rajnitisangbad Facebook Page

দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির অধীনে ২৯টির বেশি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে লোহা ও কাঁচের দুটি কারখানা রয়েছে এই শিল্পগ্রুপের। এ দুটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আমীর হোসেন সোহেল।

প্রতিদিন লোহা ও কাঁচের মাঝে নিঃশ্বাস নেওয়া আমীর হোসেন সোহেল জীবনকে উপলব্ধি করেছেন এভাবে- কাঁচ থেকে পাই আলো, লোহা দেয় মনোবল। আলো আর মনোবলকে সম্বল করে জীবনের জয়গান গেয়েছেন তিনি।

‘সম্বল’ শিরোনামে আমীর হোসেন সোহেলের অন্ত্যমিল ছন্দে লেখা ১৩ লাইনের কবিতাটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘সম্বল’

লোহা ও কাঁচের-মাঝে
আমার নিশ্বাস ও বসবাস।
কাঁচ থেকে পাই আলো
লোহা দেয় মনোবল।
আলো, মনোবল, সম্বল করে
সকল চপলতা দূরে ঠেলে দিয়ে
তুলোর মতো না উড়ে
ধবল উপলে কুফল চেপে
প্রবল পরিশ্রম আলিঙ্গন করে
দিল’কে সরল শৃঙ্খল রেখে
অহেতুক চোখের জল না ঢেলে
আসলকে বুকে গলিয়ে- নকলকে শূলে চড়িয়ে
গড়বো এই জীবন, হবো সফল।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর