রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয় পার্টি

মানুষ কষ্টের কথা কাউকে বলতে পারছে না: জি এম কাদের


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৩ এপ্রিল, ২০২১ ১০:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে খেটে খাওয়া মানুষের মধ্যে চাপা হাহাকার উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, ‘নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে অসহনীয় কষ্ট পোহাচ্ছে। আবার জীবন বাঁচাতে কাজের সন্ধানে রাস্তায় নেমে আর্থিক জরিমানার সন্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। ধার-দেনায় জর্জরিত সাধারণ মানুষ কষ্টের কথা কাউকে বলতে পারছে না।’

আজ শুক্রবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, ‘জানা গেছে করোনা মহামারির প্রভাবে দেশে যেখানে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, সেখানে লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অর্থ সহায়তার ঘোষণা করা হয়েছে তা একেবারেই অপ্রতুল।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউনের সুফল অর্জন সম্ভব নয়। দেশের কোটি কোটি মানুষ দিন এনে দিন খায়। তাই জীবন বাঁচাতেই তাদের রাস্তায় নামতে হয়।’

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার পাশাপাশি লকডাউন শিথিল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘সম্ভব হলে লকডাউন পুরোপুরি প্রত্যাহার করা উচিত।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর