বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা বিএনপি

স্বাধীনতার ৫০ বছর পরও ভোট দিতে পারি না, চুরি করে নিয়ে যায়: মির্জা ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ জানুয়ারি, ২০২১ ৯:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা ভোট দিতে পারি না, ভোট চুরি করে নিয়ে যায়। দেশে এখন গণতন্ত্র নাই, কথা বলার অধিকার নাই, তবুও বিএনপি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে।’

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শহরের রামনগর মাঠে এক সভায় তিনি একথা বলেন। দিনাজপুর পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সমর্থনে এ সভার আয়োজন করা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দেশে এখন ভোটের অধিকার নেই। তাহলে আপনারা বলবেন, কেন নির্বাচনে এলেন? এজন্য এসেছি যে, এটা আমাদের আন্দোলনের একটা অংশ। আমরা দেশে গণতন্ত্র চাই, আমরা দেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। এই নির্বাচনটা হচ্ছে বলে আজ আমরা আসতে পারছি। আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। তা নাহলে আমাদের কথা বলতে দেওয়া হতো না। আপনাদের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য আমরা এসেছি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘কাদের মির্জা বলেছেন, দেশে সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের লোকজন পালানোর পথ খুঁজে পেত না। দুর্নীতি করে বিদেশে যত বাড়ি করেছেন সেজন্য জনগণ আপনাদের ক্ষমা করবে না।’

করোনার ভ্যাকসিন প্রসঙ্গে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘মহামারি করোনার ভ্যাকসিন যখন সব দেশে দেওয়া হচ্ছে, তখন বাংলাদেশে এটি নিয়ে ব্যবসা করা হচ্ছে এবং ব্যবসা করছে আওয়ামী লীগের লোকেরাই।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর